রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনকারী কুচক্রী মহলটির বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। গত ২৮ ডিসেম্বর বিকেলে পৃথক পৃথক ৩টি অভিযানে দু’জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সয়ার ইউনিয়নে বিকেল ৪টায় সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার নেতৃত্বে মোবাইল কোর্টে উর্বর কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনের সত্যতা পাওয়া জড়িত রশিদুল ইসলাম (৩৬), নীলফামারী জেলার সৈয়দপুর থানার লক্ষ্মণপুর চড়কপাড়া গ্রামের বাসিন্দাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে খিয়ারজুম্মা বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের প্রস্তুতির সময় একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ (১) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমা করেন। তৃতীয় অভিযানটি কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলার ঘাটে অপরাধীদের অবৈধ বালু উত্তোলন না করার জন্য সতর্ক করা হয়েছে। ইউএনও মোনাববর হোসেন জানান, ভবিষ্যতে এই ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নজরদারি জোরদার করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ৩৩ হাজার কোটি টাকা
বিজ্ঞান ও প্রযুক্তি: চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার
সারাদেশ: শ্রীমঙ্গলে অবৈধ মাটি কাটায় জরিমানা