যশোর-চুকনগর সড়কের মণিরামপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৫৫) নামে জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অন্য আরোহী কামরুজ্জামান।
গত রোববার রাত ১০টার দিকে মণিরামপুর সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান।
নিহত শরিফুল ইসলাম মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের মাওলানা আব্দুস সালামের ছেলে। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ছিলেন। রাজগঞ্জ বাজারে তার একটি হোমিও চিকিৎসা কেন্দ্রও রয়েছে।
আহত কামরুজ্জামান একই গ্রামের ওমর ফারুকের ছেলে। তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, জালঝাড়া জামায়াতে ইসলামী অফিসে একটি কর্মসূচি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মণিরামপুর সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। দু’জনই মাথা ও বুকে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
সোমবার জোহরবাদ হানুয়ার মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সারাদেশ: আদমদীঘিতে ভটভটি উল্টে দুইজন নিহত
ক্যাম্পাস: জকসু নির্বাচন স্থগিত
সারাদেশ: ঝিনাইদহের মাঠজুড়ে হলুদের গালিচা