নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার প্রান্তর জুরে এখন শুধুই হলুদের মেলা, যেন হলুদের বিছানা পাতা। যে দিকেই চোখ যায় হলুদের সমারোহ দেখা যায়। সরিষা ফুলের বাহারি রঙে প্রকৃতি সেজেছ অনুপম সাজে। পথচারী, ভ্রমণ পিয়াসি মানুষকে আকৃষ্ট করছে সরিষার আকর্ষণি রূপ। যেতে যেতে অনেকে একটু থেমেছেন, কেউ কেউ আবার ফটো তুলছেন। ভালো ফলন, ও উপযুক্ত দাম পাওয়াতে অনেকেই ঝুঁকছেন সরিষা আবাদে। মোহনগঞ্জ পৌরশহরের দেওথান গ্রামের কৃষক গোপাল মজুমদার জানান, নিজ উদ্যোগে এবার ২ একর ২০ শতক জমিতে সরিষা আবাদ করেছি। লক্ষণ ভালোই। কোন দুর্যোগে না পেলে ভালো ফলনের আশা করছি।
তিনি বারি-১৪ জাতের সরিষা চাষ করছেন। অনেকে আবার কৃষি বিভাগের পরামর্শ ও প্রনোদনা, নিয়ে সরিষা আবাদ করেছেন। কৃষক নুরু মিয়া বলেন, ১০থ১২ কাঠা জমিতে সরিষা আবাদ করেছি। বিনা-১১ জাতের সরিষা চাষ করছেন কৃষক কৃষ্ণ পাল।
বিজ্ঞান ও প্রযুক্তি: ২৯-৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬
সারাদেশ: বেদে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন
আন্তর্জাতিক: উত্তর কোরিয়ায় বিরল পর্যটন, রাশিয়ার এক নারীর অভিজ্ঞতা