ঝিনাইগাতীতে পোস্টাল ব্যালট বিষয়ে অবহিতকরণ সভা

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, ঝিনাইগাতী (শেরপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালট (আইসিপিভি) বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, (৩০ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার জহিরুল হকের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান পদ্ধতি, আবেদন প্রক্রিয়া, সময়সূচি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়। ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় ঝিনাইগাতী থানার ওসি নাজমুল হাসানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে অংশগ্রহণকারীদের

সম্প্রতি