image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রায়পুর ইসলামিক ক্যাডেট একাডেমীর শুভ উদ্বোধন

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, রায়পুর (লক্ষীপুর)

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে দ্বীনি শিক্ষা ও আধুনিক ইংরেজি এবং বাংলা সমন্বয়ে গড়ে ওঠা পীর ফজলুল হক ইসলামিক ক্যাডেট একাডেমীর শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ দুপুরে প্রতিষ্ঠানের মাঠে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষানুরাগী ব্যক্তি, অভিভাবক, স্থানীয় গণ্যমান্যজন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাকিল, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন পাটোয়ারী, প্রতিষ্ঠানের পরিচালক হুমায়ন কবির, শফিক উদ্দীন ও শিক্ষক ই রহমানসহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে একাডেমীর সফলতা ও উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্প্রতি