নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলের ৩৬২ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি দিয়েছে জিনিয়াস ফাউন্ডেশন। সদর উপজেলার বিভিন্ন স্কুলের ৫ হাজার ৪শ’জন ছাত্রছাত্রী গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেছিল। এর মধ্য থেকে বেশী নম্বর পাওয়া ৩৬২ জনকে বাছাই করে বৃত্তি দেয়া হয়েছে। জিনিয়াস ফাউন্ডেশন প্রতিবছর শিক্ষাবৃত্তি পরীক্ষার আয়োজন করে এবং বিভিন্ন স্কুলের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে।
গত শনিবার সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনন্দঘন পরিবেশে বৃত্তির অর্থ, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানারত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। এছাড়াও আলোচক ছিলেন লেখক-গবেষক আহসান হাবিব ইমরোজ। অনুষ্ঠানে বক্তারা ছাত্রছাত্রীদের আরো মনযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি মেধা বিকাশের জন্য সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। বক্তরা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, একজন শিক্ষার্থীকে ভালো ছাত্র হিসেবে গড়ে তুলতে হবে প্রথমে পিতা-মাতাকে মনযোগী হতে হবে। পিতা-মাতার উৎসাহ শিক্ষার্থীদের ভাল ছাত্র হতে অনুপ্রাণিত করে।
বিজ্ঞান ও প্রযুক্তি: ২৯-৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬
সারাদেশ: বেদে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন
আন্তর্জাতিক: উত্তর কোরিয়ায় বিরল পর্যটন, রাশিয়ার এক নারীর অভিজ্ঞতা