ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেল কক্সবাজার। জেলার বাসিন্দাদের জন্য সরকারি ডিজিটাল সেবাকে আরও দ্রুত ও সহজলভ্য করতে উদ্বোধন করা হয়েছে ‘কক্সবাজার নাগরিক সেবা কেন্দ্র’। মঙ্গলবার, (৩০ ডিসেম্বর ২০২৫) সকালে শহরের প্রধান সড়কে গ্রীণ ভ্যালি বিজনেস সেন্টারে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল গভর্নেন্স ও সিকিউরিটি অনুবিভাগের যুগ্ম সচিব মো. মজিবর রহমান, এটুআই-এর হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার বিভাগ) শামীম আল ইমরান, কনসালট্যান্ট মাসুদ রানা, এটুআই-এর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট অশোক বিশ্বাস, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. নবীর উদ্দীন ও জুনিয়র কনসালট্যান্ট মো. মাসুম বিল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, নাগরিক সেবা হলো সরকারের একটি দূরদর্শী উদ্যোগ। এই সেবার মাধ্যমে জনগণ তাঁদের ঘরের কাছেই পেশাদার সহায়তায় প্রয়োজনীয় সরকারি ডিজিটাল সেবা গ্রহণ করতে পারছেন। তিনি আরও বলেন, প্রশিক্ষিত উদ্যোক্তাদের পরিচালনায় সারা দেশে বিস্তৃত নাগরিক সেবা কেন্দ্রগুলো সময়, খরচ ও ভোগান্তি কমিয়ে সেবা গ্রহণের সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: ২৯-৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬
সারাদেশ: বেদে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন
আন্তর্জাতিক: উত্তর কোরিয়ায় বিরল পর্যটন, রাশিয়ার এক নারীর অভিজ্ঞতা