image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বাগেরহাটে চারটি আসনে ৩২ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, জাসদ রব, ইসলামি আন্দোলন, খেলাফত মজলিস, মুসলিম লীগ, এবি পার্টি ও স্বতন্ত্র হিসাবে মোট ৩২ জন প্রার্থী সোমবার মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে জেলা রিটানিং অফিসারের র্কায্যলয়ে ২২জন মনোনয়নপত্র দাখিল করেন। তবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন মোট ৪২ জন। বাগেরহাট জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনসার এ তথ্য নিশ্চিত করে বলেন বাগেরহাট-১ আসনে (মোল্লাহাট-চিতলমারী-ফকিরহাট) জামায়াতে ইসলামী বাংলাদেশের মো. মশিউর রহমান খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মামুনুল হক, ইসলামি আন্দোলনের মুজিবুর রহমান শামীম, বিএনপির কপিল কৃষ্ণ মন্ডলসহ ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বাগেরহাট -২(বাগেরহাট সদর -কচুয়া) আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জামায়াতের শেখ মঞ্জুরুল হক ( রাহাদ) স্বতন্ত্র এমএএইচ সেলিম, ইসলামি আন্দোলন শেখ আতিয়ার রহমানসহ মোট ৮ জন। বাগেরহাট -৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির প্রার্থী ডক্টর লায়ন শেখ ফরিদুল ইসলাম, জামায়াতের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ, ইসলামি আন্দোলনের শেখ জিল্লুর রহমান, এনসিপির মো. রহমাতুল্লাহসহ মোট ৭ জন। এবং বাগেরহাট -৪ (মোরেলগঞ্জ- শরনখোলার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে, জামায়াতের মো. আব্দুল আলীম, ইসলামি আন্দোলন মো. ওমর ফারুক, সমাজতান্ত্রিক দল (জেএসডি- রব) মো. আ. লতিফ খানসহ মোট ৬ জন।

সম্প্রতি