image
ছবি: সংগৃহীত

মাদারগঞ্জে একই দোকানে কীটনাশক ও খাদ্যপণ্য বিক্রি

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার খিলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দুইটি দোকানে দীর্ঘদিন ধরে একই সঙ্গে কীটনাশক ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছে; এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের আশপাশে অবস্থিত ওই দুইটি দোকানে চাল, ডাল, তেল, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর পাশাপাশি কৃষি কাজে ব্যবহৃত ক্ষতিকর কীটনাশক বিক্রি করা হচ্ছে। এতে করে খাদ্যপণ্যে বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শে আসার ঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করছেন অভিভাবক ও সচেতন মহল।

স্থানীয় বাসিন্দারা বলেন, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এত কাছাকাছি এমন ঝুঁকিপূর্ণ কার্যক্রম শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও আশপাশের মানুষ প্রতিদিন ওই দোকানগুলো থেকে খাদ্যসামগ্রী কিনে থাকেন, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, খাবারের পাশেই কীটনাশক রাখা হচ্ছে, এটা খুবই ভয়ংকর। শিশুদের নিরাপত্তার বিষয়টি কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে দেখা উচিত। এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত এসব দোকানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে খাদ্য ও কীটনাশক আলাদা স্থানে বিক্রির নির্দেশনা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকিরও দাবি জানান তারা।

সম্প্রতি