মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া থেকে কৃষক লিটন মিয়ার গোয়াল ঘর থেকে এক রাতে ৮টি গরু চুরির খরব পাওয়া গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক পরিবারটি। তথ্যের সত্যতা নিশ্চিত করে, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যয়, গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড় কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গরুগুলো সড়ক পথে ট্রাকে করে নিয়ে গেছে বলে ধারণা করছে ভুক্তভোগী পরিবার।
বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত আলী তাঁতী ও ভুক্তভোগী কৃষক লিটন মিয়া জানান, রাতের আঁধারে গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে গরুগুলো না পেয়ে হতবাক হয়ে পড়ি। চুরি যাওয়া গরুর মধ্যে ৩টি গাভী ২টা ষাঁড় ও ৩টা বাছুর রয়েছে। ষাঁড়গুলো আসন্ন কোরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে লালন পালন করা হচ্ছিল। চুরি হওয়া গরুগুলোর বাজারমূল্য আনুমানিক ৮ থেকে ৯ লাখ টাকা বলে দাবি করেন তিনি। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি: ২৯-৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬
সারাদেশ: বেদে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন
আন্তর্জাতিক: উত্তর কোরিয়ায় বিরল পর্যটন, রাশিয়ার এক নারীর অভিজ্ঞতা