ভালুকায় লাবিব গ্রুপের সুলতানা সুয়েটার্স লিমিটেডে কর্মরত আনসার সদস্য নোমান মিয়ার (২৮) ব্যবহৃত অস্ত্রের গুলিতে সহকর্মী আরেক আনসার সদস্য ব্রজেন্দ্র চন্দ্র বিশ্বাস (৪২)নিহত হয়েছে। নিহত ব্রজেন্দ্র চন্দ্র বিশ্বাস সিলেট জেলার মেহেরপুর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত নোমান মিয়াকে ভালুকা মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্ত আনসার সদস্য সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালুটুরি বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভালুকা উপজেলার মেহেরাবাড়ী লাবিব গ্রুপের সুলতানা সুয়েটার্স লিমিটেডে দায়িত্ব পালন কালে দুই আনসার সদস্য কারখানার আনসার পিসির কক্ষে আলাপচারিতার এক পর্যায়ে অসাবধান বসত নোমানের শর্টগানের ছোড়া গুলিতে ব্রজেন্দ্র চন্দ্র বিশ্বাস গুরুতর আহত হন। গুলিবিদ্ধ গুরুতর আহত আনসার সদস্য ব্রজেন্দ্র চন্দ্র বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কারখানা এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পরে আলামত সহ অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার ও নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অর্থ-বাণিজ্য: সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৩৫৪ কোটি টাকা
অর্থ-বাণিজ্য: আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন
অর্থ-বাণিজ্য: বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
অর্থ-বাণিজ্য: এলডিসি উত্তরণের পর ইইউতে রপ্তানিতে শুল্ক বাড়বে ১২ শতাংশ
অর্থ-বাণিজ্য: পাঁচ মাসে বিদেশি ঋণের অর্থ ছাড় বেড়েছে ২৬ শতাংশ
বিজ্ঞান ও প্রযুক্তি: ২৯-৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬
সারাদেশ: বেদে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন