image
ছবি: সংগৃহীত

গাড়ি চাপায় প্রাণ গেল গর্ভবতী হরিণের

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় গর্ভবতী হরিণের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মা হরিণের পেট ফেটে বের হওয়া দুটি শাবকেরও মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে মাওনা -কালিয়াকৈর সড়কের শালদহপাড়া (মালেকের দোকানের) সামনে সড়ক পার হওয়ার সময় গাড়ি চাপায় হরিণ ও দুই শাবকের মৃত্যু হয়। কালিয়াকৈর থানার ফুলবাড়ীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান দুর্ঘটনায় হরিণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হরিণ কোথায় থেকে শালদহপাড়া এলাকায় এসেছে তা তিনি নিশ্চিত বলতে পারেননি। পুলিশ ঘটনাস্থল থেকে মৃত শাবকসহ মা হরিণকে উদ্ধার করে বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের কাচিঘাটা বিট কর্মকর্তার কাছে সোপর্দ করেছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত ওই এলাকার গভীর বনাঞ্চলে কয়েকটি হরিণের বিচরণ চোখে পড়েছিল তাদের, গাজীপুর সাফারি পার্কে থেকে হরিণটি বের হয়ে লোকালয়ে চলে আসতে পারে। হয়তো বনাঞ্চল এলাকায় দৌড়াদৌড়ি করার সময় সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনায় হরিণটির মৃত্যু হয়েছে। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, পার্ক থেকে কোন হরিণ লোকালয়ে যাওয়ার খবর সঠিক নয়। পার্কে থাকা হরিণগুলো পার্কে বিচরণরত অবস্থায় আছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি