ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে মোট ৫৭টি মনোনয়ন ফরম উত্তোলন করা হলেও দাখিল করা হয়েছে ৪৫টি। এনসিপির তিনজন ও বিএনপির তিনজনসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। রোববার ও সোমবার প্রার্থীরা জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন।
ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এবং সবচেয়ে কম ৫টি মনোনয়নপত্র দাখিল হয়েছে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে। জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ): এ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপির সেলিম রেজা, জামায়াতে ইসলামীর শাহিনুর আলম, জাতীয় পার্টির জহুরুল ইসলাম, নাগরিক ঐক্যের নাজমুস সাকিব, গণ-অধিকার পরিষদের মল্লিকা খাতুন, এবি পার্টির শাব্বির আহম্মেদ তামিম এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনোনয়ন ফরম তুললেও দাখিল করেননি।
সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ): এ আসনে ৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। প্রার্থীরা হলেন বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুহিব্বুল্লাহ, সিপিবির আনোয়ার হোসেন, বাসদের আব্দুল্লাহ আল মামুন, গণ-অধিকার পরিষদের মোহাম্মদ মাহফুজুর রহমান এবং জনতার দলের সোহেল রানা।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ): সবচেয়ে কম ৫ জন প্রার্থী এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন মো. আয়নুল হক, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুস সামাদ, জাতীয় পার্টির ফজলুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল লতিফ সরকার এবং স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ রেজা রবিন। বিএনপি নেতা খন্দকার সেলিম জাহাঙ্গীর ও এসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল মনোনয়ন দাখিল করেননি।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া): এ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির এম. আকবর আলী, জামায়াতে ইসলামীর রফিকুল ইসলাম খান, জাতীয় পার্টির হিল্টন প্রামাণিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, সিপিবির আব্দুল হাকিম এবং স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন। বিএনপি নেতা আজাদ হোসেন আজাদ ও এনসিপির দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি মনোনয়ন দাখিল করেননি।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী): এ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপির আমিরুল ইসলাম খান আলিম, জামায়াতে ইসলামীর আলী আলম, জাতীয় পার্টির আকবর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুন নবী, সিপিবির মতিয়ার রহমান, গণ-অধিকার পরিষদের ইউসুফ আলী এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান বাবলু।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): সবচেয়ে বেশি ১৩টি মনোনয়নপত্র দাখিল হয়েছে এ আসনে। প্রার্থীরা হলেন বিএনপির এম. এ মুহিত, জামায়াতে ইসলামীর শাহজাহান আলী, এনসিপির এস. এম সাইফ মুস্তাফিজ, ইসলামী আন্দোলনের মেসবাহ উদ্দিন, বাসদের অ্যাডভোকেট আনোয়ার হোসেন, জাতীয় পার্টির মোক্তার হোসেন, এবি পার্টির আবু জাফর মো. আনোয়ারুল সাদাত, জেএসডির ইলোরা খাতুন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোশারফ হোসেন শহিদুল, আম জনতার দলের আসাদুল হক, স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির ও ওয়াসেফ ইকবাল খান মজলিস। এ ছাড়া বিএনপির মনোনয়ন বঞ্চিত শফিকুল ইসলাম ছালাম দলের নামেই মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম জানান, বিশেষ কারণে শাহজাদপুর আসনে জামায়াতের প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এবং পরবর্তীতে তা প্রত্যাহার করা হতে পারে। অন্যদিকে বিএনপি নেতা সাইফুল ইসলাম ছালাম জানান, দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশায় তিনি মনোনয়ন জমা দিয়েছেন এবং প্রয়োজন হলে তা প্রত্যাহার করবেন।
অর্থ-বাণিজ্য: সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৩৫৪ কোটি টাকা
অর্থ-বাণিজ্য: আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন
অর্থ-বাণিজ্য: বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
অর্থ-বাণিজ্য: এলডিসি উত্তরণের পর ইইউতে রপ্তানিতে শুল্ক বাড়বে ১২ শতাংশ
অর্থ-বাণিজ্য: পাঁচ মাসে বিদেশি ঋণের অর্থ ছাড় বেড়েছে ২৬ শতাংশ
বিজ্ঞান ও প্রযুক্তি: ২৯-৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬
সারাদেশ: বেদে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন