নিকলী হাওড়: প্রাকৃতিক সৌন্দর্য ও মৎসসম্পদের সুরক্ষা জরুরি

কিশোরগঞ্জের নিকলী হাওড় বর্ষার জলে এক মনোমুগ্ধকর চিত্র উপস্থাপন করে। হাওড়ের ধারে সবুজ মাঠে গরু মৎধুরহম করছে, কচুরিপানার ফাঁকে শিশুরা মাছ ধরছে, আর মেঘলা আকাশে চিলের চিৎকার প্রকৃতির নিস্পৃহ সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে। কিশোরগঞ্জের নিকলী, ছাতিরচর, মিঠামইন ও অষ্টগ্রামের সংযোগে এই অঞ্চলের পর্যটন সম্ভাবনা অসাধারণ। হাওড়ের উপর মানুষের জীবনও নির্ভরশীল; জেলেরা হাওড় থেকে মাছ ধরেই সংসার চালায়, যা এলাকার অর্থনৈতিক ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

তবে হাওড়ের প্রাকৃতিক ও মৎসসম্পদ বিপন্ন। অতিরিক্ত কীটনাশক, হাওড়ের মাছ নিধন, ময়লা আবর্জনা ও পশুপচা মাছের ক্ষতি সৃষ্টি করছে। দেশি মাছের বিলুপ্তি ও জলধারার অবক্ষয় হলে নিকলী হাওড় ঢাকার বুড়িগঙ্গা নদীর মতো হয়ে যেতে পারে। তাই হাওড়ের সৌন্দর্য ও মাছের সংরক্ষণ, স্থানীয় মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। সরকারের তদারকি এবং কঠোর পদক্ষেপ ছাড়া নিকলী হাওড়ের প্রাকৃতিক ও সামাজিক মূল্য রক্ষা সম্ভব নয়।

নাদিয়া আফরোজ

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি