সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বুধবার নিয়মিত সময়সূচির বাইরে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রেরেল কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম মঙ্গলবার, (৩০ ডিসেম্বর ২০২৫) বলেন, ‘যাত্রী সাধারণের সুবিধা নিশ্চিত করতে নিয়মিত সময়সূচির পাশাপাশি অতিরিক্ত বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস চালু রাখা হবে।
কখন এই বিশেষ ট্রেন চলবে জানতে চাইলে তিনি বলেন, ‘লোক সমাগমের ওপর নির্ভর করে ট্রেনের হেডওয়ে অর্থাৎ দুই ট্রেনের মাঝের সময় কমিয়ে আনা হয়। এখানে নতুন করে কোনো ট্রেন যুক্ত করার দরকার হবে না। আমরা টাইম ডিউরেশনটা কমিয়ে আনবো।’
স্টেশনের চাপ কমাতে আর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে কিনা জানতে চাইলে খায়রুল আলম বলেন, ‘সিঙ্গেল টিকেট সংগ্রহকারী বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে বলে মনে হচ্ছে।
সে কারণে টিকেট বিক্রেতা, বিশেষ করে কম্পিউটার অপারেটর বাড়িয়ে দিচ্ছি। এমনকি প্রত্যেক স্টেশনে অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারী থাকবেন, যারা যাত্রী সাধারণের টিকেট কাটার সুবিধার্থে সহযোগিতা করবেন।’
এমআরটি পুলিশ জানায়, বুধবার মেট্রো স্টেশনে থাকবে বাড়তি নিরাপত্তা থাকবে। মঙ্গলবার, রাতে এমআরটি পুলিশ এ তথ্য জানিয়েছেন।