গফরগাঁও স্টেশনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ এবং ট্রেনে নাশকতার ঘটনায় ৩০০ জনের বেশি লোককে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
তার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার, (৩০ ডিসেম্বর ২০২৫) বিকেলে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন এবং গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান এ তথ্য জানান। গতকাল সোমবার রাতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার আরিফ রব্বানী অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা করেন। এর আগে ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করে গফরগাঁও থানায় আরেকটি মামলা করেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, গফরগাঁওয়ে নাশকতার উদ্দেশে নাট-বল্টু খুলে ২০ ফুট রেললাইনের পাত কেটে সরিয়ে ফেলায় ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুটি কোচ লাইনচ্যুত হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গত রোববার রাত ২টা থেকে ৫টার মধ্যে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ নাশকতার ঘটনা ঘটে।
এ বিষয়ে গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, মামলার পর ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।