পটুয়াখালীর বাউফলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালীর বাউফল উপজেলার কর্পূরকাঠী গ্রামে মঙ্গলবার, (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে মো. খলিল মৃধা (৫৫) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত খলিল মৃধা কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট ইউনিয়ন দফাদার মো. সিদ্দিকুর রহমান জানান, শ্রমিক খলিল মৃধা বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেন। এ কারণে তার স্ত্রী তিন মেয়েকে নিয়ে অন্যত্র বসবাস করতে থাকেন। এদিকে খলিল তার বৃদ্ধ মাকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করে আসছিলেন।

ঘটনার দিন সকালে খলিল তার মায়ের সঙ্গে কথা বলে বাড়ি থেকে বের হন। সকাল ৯টার দিকে নিলুফা বেগম নামে এক প্রতিবেশী একটি কাঁঠাল গাছের সঙ্গে গলায় রশি দেয়া অবস্থায় খলিলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে বাউফল থানার ইনচার্জ (তদন্ত) মো. আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» অপহরণ মামলার সূত্র ধরে মাথাবিহীন লাশের রহস্য উদ্ঘাটন

» চান্দিনায় হাত-পা-মুখ বেঁধে সাত বছরের শিশুকে ধর্ষণ

» ট্রেনে নাশকতার দুই মামলায় গ্রেপ্তার ৩ জন

» বুধবার অতিরিক্ত ট্রেন চলাচল করবে: মেট্রোরেল কর্তৃপক্ষ

» নিকলী হাওড়: প্রাকৃতিক সৌন্দর্য ও মৎসসম্পদের সুরক্ষা জরুরি

সম্প্রতি