চান্দিনায় হাত-পা-মুখ বেঁধে সাত বছরের শিশুকে ধর্ষণ

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় সাত বছর বয়সী শিশু কন্যাকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। আহত ওই শিশু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুষার আহমেদ (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার, (৩০ ডিসেম্বর ২০২৫) বিকেলে চান্দিনা উপজেলার বরকইট গ্রাম থেকে তাকে আটক করা হয় । এর আগে গত শুক্রবার বিকেলে পাশের বাড়ির ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই শিশুর দাদি জানান, আমার নাতনিকে গাছ থেকে বিলম্ব ফল পাড়ার জন্য বাড়ি থেকে ডেকে নেয় তুষারের দাদি। আমার নাতনি গাছ থেকে বিলম্ব পাড়ার পর তাকে ঘরে ডেকে নেয় তুষার। এ সময় তার হাত, পা ও মুখ বেঁধে ধর্ষণ করে ঘরের দরজা খুলে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আমার নাতনিকে চান্দিনা হাসপাতালে নিলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এ ঘটনার পর স্থানীয় কতিপয় মাতাব্বর ধর্ষকের পক্ষ নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার এবং শিশুর রিকশাচালক গরিব পিতাকে টাকা পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। যে কারণে ঘটনার তিন দিনও বিষয়টি এলাকায় তেমন জানাজানি হয়নি। মঙ্গলবার বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়লে বিকেলে সংবাদ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত তুষারকে আটক করে।

এ ব্যাপারে চান্দিনা থানার ওসি আতিকুর রহমান জানান, বিষয়টি আমরা জানার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত যুবককে আটক করি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘সারাদেশ’ : আরও খবর

» অপহরণ মামলার সূত্র ধরে মাথাবিহীন লাশের রহস্য উদ্ঘাটন

» পটুয়াখালীর বাউফলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

» ট্রেনে নাশকতার দুই মামলায় গ্রেপ্তার ৩ জন

» বুধবার অতিরিক্ত ট্রেন চলাচল করবে: মেট্রোরেল কর্তৃপক্ষ

» নিকলী হাওড়: প্রাকৃতিক সৌন্দর্য ও মৎসসম্পদের সুরক্ষা জরুরি

সম্প্রতি