নবীগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ যানবাহন উচ্ছেদে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার নবীগঞ্জ বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও নবীগঞ্জ থানা পুলিশের দুটি টিম সহযোগিতা করে। অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি শহর উন্নয়ন কমিটির সদস্যরাও অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে নবীগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে পার্কিং করা যানবাহনের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে বাজার এলাকায় যান চলাচল স্বাভাবিক হয় এবং পথচারীদের চলাচলে স্বস্তি ফিরে আসে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, নবীগঞ্জকে একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। ফুটপাত দখলমুক্ত রাখা শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়; এটি সমাজের সকল শ্রেণি- পেশার মানুষের সম্মিলিত দায়িত্ব। আইন মেনে চললে শহরের সৌন্দর্য যেমন রক্ষা পাবে, তেমনি জনদুর্ভোগও উল্লেখযোগ্যভাবে কমবে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ পুনরায় ফুটপাত দখল কিংবা অবৈধভাবে সড়ক ও ফুটপাতে যানবাহন রাখলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। তারা নবীগঞ্জ শহরের শৃঙ্খলা ও স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানান।
অপরাধ ও দুর্নীতি: টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল গ্রেপ্তার
সারাদেশ: মুন্সীগঞ্জে ছয়তলা ভবনে আগুন
সারাদেশ: মেহেরপুরে শৈত্যপ্রবাহে অচল জনজীবন
সারাদেশ: টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ১৪ জন গ্রেপ্তার