image
ছবি: সংগৃহীত

মোরেলগঞ্জের বিরেন চলে গেলেন না ফেরার দেশে

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)

মাতৃভক্ত পিতৃটান সেই ছেলে হয় সাম্যবান শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের বানি বাস্তবচিত্র ঘটেছিলো বাগেরহাটের মোরেলগঞ্জের পূর্ব চন্ডিপুর গ্রামের বিরেন্দ্রনাথ মজুমদারের জীবনে। অজোপাড়া গায়ে চিরকুমার মাতৃভক্ত বিরেন্দ্র নাথ ২০১৪ সালে বাংলাদেশ টেলিভিশন (বিটিবিতে) ইত্যাদি অনুষ্ঠানে সম্প্রচারিত বহুল আলোচিত বিরেন্দ্র নাথ গাছ থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে গোটা গ্রামজুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার চিংড়াখালী ইউনিয়নের প্রত্যান্ত গ্রাম পূর্ব চন্ডিপুর। এ গ্রামে বিপিন মজুমদারের ছোট ছেলে বিরেন্দ্র নাথ মজুমদার ছোট বেলা থেকেই পর উপকারী বিনয়ী। সংসারের অভাব যতই থাকুক না কেনো ভালবাসার কমতি ছিলো না কারোপ্রতি। মাতৃ ভক্ত বিরেন্দ্রনাথ মজুমদার অসুস্থ মাকে চিকিৎসার জন্য ১০ কিলোমিটার পায়ে হেটে ঢালায় করে মাথায় নিয়ে জিয়ানগর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হয়েছিলো ২০১৪ সালে। এ সংবাদটি তৎকালিন বিটিভির আলোচিত “ইত্যাদি” অনুষ্ঠানে উপস্থাপক হানিফ সংকেতের নজরে আসে। ওই পরিবারের তখনকার খোঁজ খবর নিয়ে ইত্যাদি অনুষ্ঠানে মাতৃ ভক্ত বিরেন্দ্র নাথ মজুমদারকে নিয়ে সম্প্রচারণ করেন।

চির কুমার সেই বিরেন্দ্র নাথ মজুমদার (৫৫) গত রোববার বিকেলে পূর্ব চন্ডিপুর গ্রামে একটি নারিকেল গাছে ওঠে পরিচর্যার কাজে থাকা অবস্থায় গাছ থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা গ্রামে এখন শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক জীবনে বিরেন্দ্র নাথ মজুমদার একজন চির কুমার ছিলেন। বড় ভাই শ্যামল মজুমদার ভাইয়ের ছেলে মনি শংকর মজুমদার, ভাইয়ের মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী শংকরি মজুমদার একই পরিবারের বসবাস করছিলেন। সংসার জীবনে পেশায় একজন দিনমজুর (গাছি) ছিলেন। অসুস্থ বড় ভাই তার আয়ের ওপর চলত ওই পরিবারটি।

স্থানীয়া জানান, মাতৃ ভক্ত বিরেন্দ্র নাথ মজুমদার ছিলেন এলাকার একজন পর উপকারী মানুষ। তার মর্মান্তিক মৃত্যুতে গ্রামটিতে যেনো শূন্যতা রয়ে গেলো। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

ভাইয়ের মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী শংকরি বলেন, টাকা নেই কিভাবে চলবে সংসার, পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় রয়েছে। সরকারিভাবে প্রতিবন্ধী তালিকায় অর্ন্তভুক্ত করনের দাবি জানিয়েছেন।

সম্প্রতি