image
ছবি: সংগৃহীত

দেওয়ানগঞ্জে পাঁচ ইটভাটায় অভিযান, জরিমানা ১৫ লাখ

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)

দেওয়ানগঞ্জের ছাড়পত্রবিহীন পাঁচ অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা করে মোট ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ।

অবৈধ ইটভাটাগুলো হলো, দুর্গা ব্রিকস, মেঘনা ব্রিকস, যমুনা ব্রিকস, সেফিড ব্রিকস, এ বি ব্রিকস। অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি প্রমুখ। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, ইট পোড়ানোর লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি কাটার অনুমতি না থাকায় এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব ইটভাটায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, আমরা সব ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। নির্দেশনা অমান্য করে কেউ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি