image

ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ টি দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২ কোটি টাকা

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১০টার ৪০ মিনিটের দিকে গোয়ালন্দ বাজারের পান বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে হারুন, খোকন, লুৎফরের ৩টি দোকান ঘর পুড়ে সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে বাজারে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দ্রুত দোকান থেকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকান মালিকরা কোন মালামাল সরাতে পাড়েনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোয়ালন্দ স্টেশন এবং রাজবাড়ী সদর স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সাড়ে ১২ টা পর্যন্ত আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করে নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধকোটি টাকা ধরনা হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানা গেছে, তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি দোকান পুড়ে সম্পূর্ণ ভাবে ছাই হয়ে গেছে এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন ব্যবসায়ীরা।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি