image
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে ছয়তলা ভবনে আগুন

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি মোবাইল ও মোবাইল সার্ভিসিং যন্ত্রপাতির দোকান থেকে খাজা টাওয়ার নামে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ভবনটি।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ইছাপুরা বাজার এলাকার খাজা টাওয়ারে এ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির নিচতলায় অবস্থিত ‘পায়েল টেলিকম’ নামের মোবাইল দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, দোকানটিতে থাকা মোবাইল ফোন, মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন যন্ত্রপাতিসহ মূল্যবান মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে আগুন ভবনের অন্য তলা কিংবা আশপাশের দোকানে ছড়িয়ে পড়েনি এবং একটি দোকানেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ও কারিগরি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি