সিরাজগঞ্জে দূরপাল্লার পণ্যবাহী ট্রাকচালকদের নিরাপদ পার্কিং ও বিশ্রামের জন্য প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ট্রাক টার্মিনাল ও বিশ্রামাগারটি নির্মাণের পাঁচ বছর পেরিয়ে গেলেও আজও চালু হয়নি। ফলে যে স্থাপনাটি চালকদের বিশ্রাম ও নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল, সেটিই এখন মাদকসেবীদের আখড়া ও অবহেলার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
জানা গেছে, যমুনা সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া এলাকায় মহাসড়কের পাশে প্রায় ১৩ একর জমির ওপর ২০২০ সালে ট্রাক টার্মিনালটি নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। এতে দূরপাল্লার ট্রাকচালকদের জন্য শয়নকক্ষ, ক্যান্টিন, গোসলখানা, নামাজের জায়গা, প্রাথমিক চিকিৎসা কক্ষ, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়াশজোন এবং একসঙ্গে অন্তত ১০০টি ট্রাক পার্কিংয়ের ব্যবস্থা রাখার পরিকল্পনা ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে চালু না থাকায় বর্তমানে টার্মিনালটির সামনের অংশ স্থানীয়রা ধান শুকানো ও গবাদিপশু রাখার কাজে ব্যবহার করছেন। আর রাত নামলেই পুরো এলাকা মাদকসেবীদের আস্তানায় পরিণত হচ্ছে। নিরাপত্তার অভাবে ভবনের বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ ও মালামাল চুরি হয়ে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। হিলি থেকে ঢাকাগামী ট্রাকচালক ওসমান বলেন, টার্মিনাল চালু না থাকায় আমাদের বাধ্য হয়ে রাস্তার পাশে কিংবা হোটেলের সামনে ট্রাকক রেখে বিশ্রাম নিতে হয়। এতে তেল চুরি, মালামাল খোয়া যাওয়ার মতো ঝুঁকি সব সময় থাকে। চট্টগ্রাম থেকে বগুড়াগামী ট্রাকচালক নুরুল হক বলেন, এত বড় প্রকল্প বছরের পর বছর পড়ে থাকবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। চালু হলে আমরা নিরাপদে বিশ্রাম নিতে পারতাম। সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ট্রাকচালকদের জন্য নির্মিত এই বিশ্রামাগারের প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৪২ কোটি ৮০ লাখ টাকা। পরবর্তীতে প্রকল্পে অতিরিক্ত কিছু কাজ যুক্ত হওয়ায় ব্যয় আরও ১৩ কোটি টাকা বাড়ানো হয়। এ বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল বলেন, ইজারা পদ্ধতির মাধ্যমে টার্মিনালটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে।
ট্রাকচালকদের সুবিধার কথা বিবেচনা করে দ্রুত এটি চালু করার উদ্যোগ নেয়া হবে। এদিকে স্থানীয় সচেতন মহল ও ট্রাকচালকরা দ্রুত টার্মিনালটি চালু করে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবহেলায় পড়ে থাকা সরকারি সম্পদ রক্ষায় তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।
আন্তর্জাতিক: ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি-আরব আমিরাত
অর্থ-বাণিজ্য: ই-রিটার্ন দিতে অসমর্থ হলে জানাতে হবে ১৫ জানুয়ারির মধ্যে
অর্থ-বাণিজ্য: ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার প্রস্তাব অনুমোদিত
অর্থ-বাণিজ্য: পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ
অর্থ-বাণিজ্য: বাণিজ্যমেলা শুরু হবে ৩ জানুয়ারি
অর্থ-বাণিজ্য: ৩০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন