image
রায়পুর (লক্ষীপুর) : নতুন শিক্ষাবর্ষ শুরু হতে রায়পুর উপজেলা মাধ্যমিক স্তরের পাঠ্যবই সরবরাহ -সংবাদ

রায়পুরে শতভাগ নতুন বই পাওয়া নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, রায়পুর (লক্ষীপুর)

নতুন শিক্ষাবর্ষ শুরু হতে রায়পুর উপজেলা মাধ্যমিক স্তরের পাঠ্যবই সরবরাহে দেখা দিয়েছে বড় ধরনের ঘাটতি। চাহিদার তুলনায় ৬০ শতাংশ পাঠ্যবই এখনো শিক্ষা অফিসে পৌঁছায়নি। ফলে শিক্ষাবর্ষের শুরুতেই মাধ্যমিকের শিক্ষার্থীরা সব পাঠ্যবই হাতে পাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বিশেষ করে অষ্টম শ্রেণির বই নিয়ে সংকট বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, রায়পুরে চাহিদার শতভাগ বই পেয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো। বছরের শুরুতেই প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সব পাঠ্যবই পাবে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে মাধ্যমিক স্তরে। (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি) চাহিদার তুলনায় এখন পর্যন্ত ৪০ শতাংশ বই রায়পুর উপজেলা এসেছে। এ বছর রায়পুর ২ লাখ ২৯ হাজার বইয়ের চাহিদা রয়েছে। তবে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ১৩৫টি বই এসেছে। ফলে বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা সব বই হাতে পাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

উপজেলা মাধ্যমিক ৪টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চাহিদার তুলনায় এখনো সব বই আসেনি। ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু পর্যাপ্ত বই না পেলে উৎসবের আনন্দ ম্লান হয়ে যেতে পারে। তারপরও যাই আছে তাই দিয়ে উৎসব চলবে।

রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মোঃ শাহজাহান মৃধা বলেন, মাধ্যমিকের চাহিদার তুলনায় এখনো ৬০ ভাগ বই আসেননি। আমাদের কাছে যা আসছে সবগুলো বই আমরা উৎসবের জন্য বিদ্যালয়গুলোতে বিতরণ করা হয়েছে। যেসব বই বাকি থাকবে, সেগুলো দ্রুত সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সম্প্রতি