image

কেশবপুরে শিক্ষার্থীদের মাঝে মেধাবী বৃত্তি প্রদান

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, কেশবপুর (যশোর)

কেশবপুরের ঐতিহ্যবাহী পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধাবী শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিশিষ্ট শিক্ষানুরাগী নাট্যকার, নাট্যশিল্পী প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশিষ চক্রবর্ত্তীর অন্তিম সিদ্ধান্ত মোতাবেক প্রথম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রথম স্থান অধিকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও প্রতিজনকে নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, এনজিও পরিচালক বাবুর আলী গোলদার, সমীর দাস, সুদীপ্ত চক্রবর্ত্তী, শিক্ষক অশোক দত্ত, কার্তিক দে প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষক সুব্রত চক্রবর্ত্তীর সঞ্চালনায় ফলাফল প্রকাশের আগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন প্রয়াত দেবাশিষ চক্রবর্ত্তীর সহধর্মিনী মালা চক্রবর্ত্তী।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি