image

খোকসায় রাস্তার ঢালে পতিত জমিতে লাউ চাষ

বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, খোকসা (কুষ্টিয়া)

গ্রামীণ পাকা রাস্তার ঢালের পরিত্যক্ত জমিতে শখের বসে ৩০টি লাউয়ের বীজ লাগিয়ে ৩ মাসে প্রায় ১২ হাজার টাকার লাউ বিক্রি করেছেন এক কৃষক।

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট গ্রামের কৃষক আফসার আলী। বাড়ির পাশেই ১২ শতক ডোবা জমি ইজারা নিয়ে মাছ ও ফসল আবাদ করেন। গত ভাদ্র মাসে তার জমির পাশ দিয়ে যাওয়া ঈশ্বরদী-ভবানীগঞ্জ পাকা রাস্তার পাশে তিনটি তাওয়া করে লাউয়ের ৩০টি বীজ রোপণ করেন। সেখানে তার ২৪টি লাউ গাছ হয়। পরে প্রায় ৪ শতক জমিতে লাউয়ের মাচাল করেন। দেড়মাস পর লাউ বিক্রি শুরু করেন। চলতি অগ্রহায়ণ মাস পর্যন্ত তিনি প্রায় ১২ হাজার টাকার লাউ বিক্রি করেছে। বর্তমানে তার লাউয়ের মাচালে প্রায় ৫ হাজার টাকার লাউ রয়েছে। লাউয়ের মাচালের নিচের জমি চাষ দিয়ে সাথি ফসল করবেন। মাঘ মাস পর্যন্ত প্রায় ৩০-৩৫ হাজার টাকার লাউ বিক্রির আশা করছেন।

গতকাল বুধবার দুপুরে পাকা রাস্তার পাশের কৃষকের লাউয়ের মাচালে চোখ আটকায়। এগিয়ে গিয়ে দেখা যায়, লাউয়ের গাছের প্রতিটি গিরাই গিরাই ছোট বড় কয়েকশ লাউ ঝুলছে। আবুল হোসেন নামের একজন শ্রমিক ছোট লাউ ঝুলিয়ে দেওয়ার কাজ করছিলেন। রাস্তার পাশের জমিতে আগুর (আগে) লাউয়ে বীজ লাগিয়ে গাছ ও লাউ দেখে তারাও আশ্চর্য হয়েছেন। কৃষক আফসার আলীকে পাওয়া যায়নি।

শ্রমিক আবুল হোসেন বলেন, শুরুর দিকে গাছের তুলনায় লাউ কম ধরেছিল। বর্তমানে প্রতিদিন ৩০ থেক ৩৫টি লাউ বিক্রি করা হচ্ছে। তারা খোকসা, বিলজানি ও একতারপুর হাটে লাউ বিক্রি করেন। এ বছর রাস্তার পতিত জমি ও নিজের ইজারা নেওয়া চার শতক জমি থেকে এই কৃষক ৩০-৩৫ হাজার টাকার লাউ বিক্রি করবেন বলে আশা করছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি