image
পীরগাছা (রংপুর) : বিভিন্ন প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অবমাননা -সংবাদ

পীরগাছায় সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে পীরগাছায় জাতীয় পতাকা উত্তোলন ও প্রদর্শনে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোনালী ব্যাংক পীরগাছা শাখার ম্যানেজার মনিরুজ্জামানের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগে বলা হয়, রাষ্ট্রীয় শোক দিবসে সোনালী ব্যাংক পীরগাছা শাখা ভবনের ছাদে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হলেও তা জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী সঠিকভাবে প্রদর্শন করা হয়নি।

সরেজমিন দেখা যায়, পতাকাটি খুঁটির ঠিক জায়গায় যথাযথভাবে স্থাপন করা হয়নি এবং একই খুঁটিতে লাউডস্পিকারসহ অন্যান্য যান্ত্রিক সরঞ্জাম সংযুক্ত ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, সাধারণত ভবনের ওপর জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে ১৫ থেকে ২৫ ফুট উচ্চতার খুঁটি ব্যবহার করা হয়, যাতে পতাকাটি সম্মানজনক ও দৃশ্যমান অবস্থানে থাকে। সেখানে মাত্র ৪-৫ ফুট উচ্চতার একটি হালকা খুঁটি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, জাতীয় পতাকাটি একটি মসজিদের মাইক ঝোলানোর বীমের খুঁটির সঙ্গে লাগানো হয়েছে বলে অভিযোগ রয়েছে, যা জাতীয় পতাকার মর্যাদার পরিপন্থী বলে মনে করছেন অনেকে।

এ বিষয়ে সোনালী ব্যাংক পীরগাছা শাখার ম্যানেজার মনিরুজ্জামান বলেন, পতাকা উত্তোলনের বিষয়ে কোনো লিখিত চিঠি আমি পাইনি। আর পতাকা উত্তোলনের সময় আমি সেখানে উপস্থিতও ছিলাম না।

তবে জাতীয় পতাকা বিধিমালায় পতাকা সঠিকভাবে উত্তোলন ও সম্মানজনক প্রদর্শনের সার্বিক দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানের ওপরই বর্তায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে রাষ্ট্রীয় শোক দিবসে পীরগাছা উপজেলায় আরও কয়েকটি ব্যাংক জাতীয় পতাকাই উত্তোলন করেনি বলে অভিযোগ উঠেছে। এসব ব্যাংকের মধ্যে রয়েছে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, যমুনা ব্যাংক, রূপালি, পূবালী, ব্র্যাক ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংক এর পীরগাছা শাখা। পীরগাছা উপজেলা ক্রীড়া সংস্থার কার্যালয়, ইটাকুমারী, কল্যাণী ও কান্দি ইউনিয়ন পরিষদে পতাকা উত্তোলন করা হয়নি। কৈকুড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করা হলেও দুপুর আড়াইটায় নামিয়ে ফেলা হয়। এ বিষয়ে ওই কেন্দ্রের কর্মরত মিডওয়াইফ সোহাগী বেগম বলেন, আমি বাড়ি যাব তাই পতাকা নামিয়ে ফেলেছি।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি। এর মধ্যে দিলালপাড়া দাখিল মাদ্রাসা, পশ্চিম দাদন সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেয়ানী মনিরাম সরকারি প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও এর আওতাধীন কমিউনিটি ক্লিনিকগুলোতে রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানভীর আহমেদ রবিন বলেন, আমরা শুধু উপজেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করেছি। অন্যগুলোতে তেমন গুরুত্ব দিয়ে করা হয়নি। ভবিষ্যতে করা হবে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কঠোর প্রতিক্রিয়া জানান। তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোকে এভাবে জাতীয় পতাকা উত্তোলনে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রাষ্ট্রীয় শোক দিবসে একাধিক সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও প্রদর্শনে অনিয়মের অভিযোগ ঘিরে পীরগাছা উপজেলায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে পজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, পতাকা অবমাননার বিষয়ে আমরা তাদের জিজ্ঞাসা করব। সত্যতা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি