নীলফামারীর ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের বিভিন্ন সরকারি প্রকল্পের প্রায় ৩০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে পিআইও কার্যালয়ের কার্যসহকারী মশিউর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩।
গত বুধবার দুপুরে রংপুর মহানগরের সিও বাজার এলাকার মামুনুর রশিদের বাসা থেকে র্যাব-১৩ ও সিপিসি-২ নীলফামারীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি র্যাব-১৩-এর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মশিউর রহমান দিনাজপুর জেলার বিরল উপজেলার বাসিন্দা এবং তিনি ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কার্যসহকারী হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি পিআইও কার্যালয় থেকে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে প্রেরিত ও অনুমোদিত বিভিন্ন প্রকল্পের বিলের ক্ষেত্রে প্রকল্প চেয়ারম্যানদের স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক ডিমলা শাখা থেকে অর্থ উত্তোলন করেন।
তদন্তে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে দুই দফায় তিনি সোনালী ব্যাংক ডিমলা শাখা থেকে ৩০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা উত্তোলন করে অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করেন। ঘটনার পর থেকেই তিনি অফিসে অনুপস্থিত ছিলেন এবং তার সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়।
এ ঘটনায় ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম ডিমলা থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারের পর আসামি মশিউর রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি সরকারি উন্নয়ন প্রকল্পে আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সচেতন মহল।