image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)

দেশজুড়ে বইছে শৈত্যপ্রবাহ। দেওয়ানগঞ্জেও জেঁকে বসেছে শীত। শীতের কষ্ট লাঘবে উষ্ণতা দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ খবিরুজ্জামান খান বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতবস্ত্র কম্বল বিতরণ করছেন গত কয়েকদিন ধরে।

মোহাম্মদ খবিরুজ্জামান খান বলেন, প্রতি বছরের মতো এ বছরও উপজেলা প্রশাসনের পক্ষ হতে কম্বল বিতরণ চলছে। চলতি বছর একটু ভিন্ন আয়োজনে বিতরণ হচ্ছে। প্রান্তিক পর্যায়ের প্রতিটা মানুষ যেন শীতবস্ত্র কম্বল সুবিধা পান সেই লক্ষ্যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলার মুচি পল্লী, বেদে পল্লী, হরিজন পল্লীসহ বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আরো যারা কম্বল পাওয়ার উপযুক্ত আছেন তাদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ হতে কম্বল বিতরণ চলমান থাকবে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, শীতার্ত ব্যাক্তি যারা শীতবস্ত্র কম্বল পাওয়ার প্রাপ্য তাদের হাতে কম্বল পৌঁছে দিতেই উপজেলা ঘুরে ঘুরে বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি