নওগাঁর পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক প্রমুখ। সভায় উপজেলার এনজিও বিষয়ক, আইন-শৃঙ্খলা, সন্ত্রাস, নারী ও শিশু পাচার রোধ, চোরাচালান, মাদক, মাসিক সাধারণ সভা ও সার্বজনীন জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।