টাঙ্গাইলের ধনবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে এক নিরীহ পরিবারের সদস্য শাহিনা বেগমের জমি দখলের চেষ্টাসহ রাস্তা তৈরিতে বাধা, ইটের দেয়াল ভাঙচুর ও রাস্তা তৈরিতে হুমকি ধামকির অভিযোগ উঠেছে একই এলাকার রেজাউল করিমের বিরুদ্ধে। অভিযোগটি তোলেছে ওই নিরীহ পরিবারের সদস্য শাহিনা বেগম নামের এক নারী।
এ বিষয়ে ধনবাড়ী থানায় একটি লিখত অভিযোগও দায়ের করেছে বলেও জানান ভুক্তভোগী শাহিনা বেগম। প্রতিপক্ষ রেজাউল করিম ও তার পরিবারের সদস্যরা ওই নারীর কাজে বাধা, ইট দিয়ে তোলা দেয়ালও ভেঙে ফেলার বিষয়ে ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছে উপজেলার পৌরসভার চাতুটিয়া গ্রামর মো. জসিম উদ্দিন (জসুর) ছেলে মো. রেজাউল করিম (৪০) বিরুদ্ধে।
ধনবাড়ী থানায় ওই নারীর দেয়া এক লিখিত অভিযোগ থেকে জানা যায়, ধনবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের চাতুটিয়া গ্রামের মোবারক হোসেনের স্ত্রী ভুক্তভোগী মোছা. শাহিনা বেগমের (৩৮) বসতবাড়ির চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল রেজাউল করিম গংদের সঙ্গে। অভিযোগ দায়ের করার ৭-৮ দিন আগে রাস্তায় কাজ করতে গেলে রেজাউল তাদের জমি পায় এই বাহানায় রাস্তা করা বাবদ কৌশলে কিছু টাকা নেয় বলে অভিযোগ করে শাহিনা বেগম। পরবর্তীতে চলতি ডিসেম্বর মাসে রাস্তা নির্মাণের জন্য ইটের দেয়াল নির্মাণ করতে গেলে পুনরায় আবার বাহানা শুরু করে। ১৩ ডিসেম্বর এলাকার গণ্যমান্য লোকজনের সহযোগিতায় শাহিনা বেগম রাস্তায় মাটি ভরাট করার জন্য উপযোগী করতে ইট দিয়ে রাস্তার দেয়াল বানালে তা জোরপূর্বক রেজাউল করিম ও তার মা শাবল, খোন্তা ইত্যাদি ব্যবহার করে ভেঙে ফেলে এবং প্রাণনাশের হুমকি প্রদানের বিষয়টি তার লিখিত অভিযোগে উল্লেখ করে। এসব তথ্য অভিযোগ ও ভোক্তভোগী পরিবারে সঙ্গে কথা বরে জানা গেছে।
এ বিষয়ে চাতুটিয়া গ্রামে গেলে স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার গণ্যমান্যরা বসে মীমাংসা করে দিয়েছে। কিন্তু রেজাউল তার প্রভাব খাটিয়ে এ বিষয়টি অগ্রাহ্য করে তার ইচ্ছায় বাধা দিচ্ছে।
স্থানীয় আব্দুল গফুর, মফিজ উদ্দিন ও আব্দুস সালাম সাংবাদিকদের জানান, সামান্য এই জমির বিষয়টি নিয়ে পৌরসভার মেয়রসহ এলাকার লোকজন বসে মীমাংসা করা হলেও রেজাউল করিম প্রথমে মেনে নেয়। কিন্তু দুয়েকদিন পর থেকেই আবার বিষয়টি নিয়ে বিবাদ শুরু করে। রেজাউল করিম এলাকার কাউকেই মানতে চাচ্ছে না। সে নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিচ্ছে। তাদের প্রশ্ন একজন জুলাই যোদ্ধা বা দেশ প্রেমিক কখনও এমন ছোট বিষয় নিয়ে বিরোধ করতে পাওে না? এসব তথ্য স্থানীয়দের এসব কথা বলে জানা গেছে। তবে রেজাউল করিম জানান, দীর্ঘ দিন যাবত তার বাবা বাড়ির জমির পূর্ব পাশে বিরোধীয় সীমানার নারিকেল গাছ পর্যন্ত তাদের দখলে ছিল বলে দাবি করে। এখন ঐখানে প্রতিপক্ষ দেয়াল তোললে তার মা ভেঙে ফেলে বলে জানায়। তবে ওই দিন তিনি বাড়িতে ছিলেন না। টাঙ্গাইলের জমির বিষয়ে কোর্টে ছিলেন। চাঁদা দাবি হুমকি ধামকির বিষয়টি তিনি অস্বীকার করে। তবে তাদের জমি পরিমাপ করে প্রতিপক্ষের দেয়াল করার বিষয়টি তোলে ধরেন।
শাহীনা বেগমের দাবি রাস্তাটির কাজ বন্ধ থাকায় তার বাড়িতে যাতায়াতের চরম অসুবিধা হচ্ছে, নষ্ট হচ্ছে ইট সিমেন্টসহ নির্মাণসামগ্রী। এ জন্য তিনি তার বাড়ির রাস্তা ও নিজস্ব জমিতে বেড়া নির্মাণ করার বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে। তবে স্থানীয়রা বিরোধটির সষ্ঠু সমাধান দাবি করে। ধনবাড়ী থানার ওসি (ভূমি) এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
শিক্ষা: চান্দিনা ও কচুয়ায় বই বিতরণ