image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

কটিয়াদীতে হাফেজ শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ

বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে শীতজনিত দুর্ভোগ লাঘব ও শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতে উপজেলার বেথইর হাফিজিয়া ইয়াতিমখানা মাদ্রাসার অর্ধশতাধিক হাফেজ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত ও হৃদয়স্পর্শী অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। শীতের তীব্রতা বাড়তে থাকায় শিক্ষার্থীরা যাতে ঠা-াজনিত রোগে আক্রান্ত না হয় এবং মনোযোগ দিয়ে কোরআন শিক্ষা চালিয়ে যেতে পারে সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করেন রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম।

তিনি বলেন, ইয়াতিম ও সুবিধাবঞ্চিত হাফেজ শিক্ষার্থীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ব্যক্তিগত উদ্যোগে হলেও তাদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। তিনি ভবিষ্যতেও শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব জিএম কামরুল ইসলাম, আলহাজ্ব সিরাজুল ইসলাম, হাফেজ গোলাম কিবরিয়া, হাফেজ ফরহাদ হোসেন, হাফেজ রেদওয়ান আহমেদ, সাগর মাস্টার, শফিকুল ইসলাম, দলিল লেখক জাকির হোসেন, এলবি রাহাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‘সারাদেশ’ : আরও খবর

» তেঁতুলিয়ায় অস্তিত্ব না থাকা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা চালু করার তৎপরতা বেড়েই চলছে

সম্প্রতি