image

মায়ানমারের গুলি এসে পড়ল ঘুমধুমে, মধ্যরাতে বসতঘরে আতঙ্ক

বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার

মায়ানমারের অভ্যন্তরে সংঘাতের প্রভাব আবারও পড়ল বাংলাদেশের সীমান্ত এলাকায়। সেখানকার ছোড়া গুলি এসে পড়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম পাড়ায় একটি বসতঘরে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মাওলানা নুরুল আমিন ফারুকীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতের নীরবতার মধ্যেই হঠাৎ করে গুলির শব্দ শোনা যায়। এরপর মায়ানমারের দিক থেকে ছোড়া গুলির খোসা তাদের বাড়ির মেঝেতে এসে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

হঠাৎ এমন গুলির খোসা এসে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় লোকজনের মাঝে। সীমান্ত এলাকায় অবস্থানরত বাসিন্দারা জানিয়েছেন, মায়ানমার অভ্যন্তরে দীর্ঘদিন ধরেই সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এর আগেও গুলিবিনিময়ের শব্দ শোনা গেলেও এবার সরাসরি বসতবাড়িতে গুলির খোসা এসে পড়ায় মানুষের উদ্বেগ আরও বেড়ে গেছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে। তারা সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‘সারাদেশ’ : আরও খবর

» তেঁতুলিয়ায় অস্তিত্ব না থাকা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা চালু করার তৎপরতা বেড়েই চলছে

সম্প্রতি