মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের পরিবারে শীতবস্ত্র বিতরণ ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, (০১ জানুয়ারী ২০২৬) সকাল সাড়ে ১১টায় ভবেরচর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট আহবায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবীর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব আব্দুল কাদির, বক্তব্য করেন, মুক্তিযোদ্ধা মাহবুল আলম খান, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা মো. শাহজালাল সরকার ও জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের শতাধিক সদস্যদের শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। কম্বল বিতরণের আগে সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল।