দুর্গন্ধে পেট ফুলে আসে। যে কোন সময় ঘটে যেতে ভয়াবহ দুর্ঘটনা। এই যেন দুর্গন্ধময় এলাকা সাধারণ মানুষ হেঁটে যেতেও নাকে ধরতে হয়। রেলসড়কের পাশেই বাইপাস সড়ক দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পরেছে।
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারের চিত্র এটি, বাজারের সব ময়লা আবর্জনা ব্যবসায়ীরা এখানেই পেলেন। রেল কর্তৃপক্ষের কোনো ধরনের নজরদারি নেই বললেই চলে। পাশাপাশি পরিবেশ বিপর্যস্ত হলেও নিরব রয়েছেন পরিবেশ অধিদপ্তরের লোকজন।
সারা দিনের ব্যবসা শেষে মুরগির বর্জ্য, আলু, পেঁয়াজ, রসুন, শাকসবজিসহ সব ধরনের কাঁচামাল পঁচা এখানেই পেলা হয়। এবং বৃহত্তর এই বাজারে পাবলিক টয়লেট না থাকায় ব্যবসায়ী ও বাজারে আগত ক্রেতাগণ এখানেই প্রায় সময় মলমূত্রত্যাগ করতে দেখা যায়।
এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির আহ্বায়ক লোকমান হোসেন বলেন, বাগমারা বাজারের ব্যবসায়ীদের না করা সত্ত্বেও রাতের বেলা তারা এই স্থানে ময়লা ফেলছে। কোন ভাবেই কথা শুনছেনা তারা।
কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব বলেন, যাদের দ্বারা পরিবেশ বিপর্যস্ত হচ্ছে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টি নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের একাদিক কর্মকর্তাকে মুঠোফোন বারবার কল করেও কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অর্থ-বাণিজ্য: বিমান বাংলাদেশ ৭৮৫ কোটি টাকা নিট মুনাফার তথ্য জানালো
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরে ১ বিলিয়নের বেশি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
অর্থ-বাণিজ্য: ৭০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ৩৮১ কোটি টাকা
অর্থ-বাণিজ্য: বন্ডেড হাউজকে অনলাইনে ‘ইউপি’ নেয়া বাধ্যতামূলক হলো
অর্থ-বাণিজ্য: সঞ্চয়পত্রের মুনাফার হার আবার কমলো
অর্থ-বাণিজ্য: ঊর্ধ্বমুখী ধারায় বছর শুরু হলো শেয়ারবাজারে