image

ছাত্রত্ব শেষ হওয়া দুইজনকে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কমিটি

বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়

ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সদস্যদের ‘প্রত্যক্ষ ভোটে’ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুজাহিদ ফয়সাল। আর সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মেহেদী হাসান। তাদের দুজনেরই নিয়মিত ছাত্রত্ব শেষ হয়েছে।

মুজাহিদ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ এবং মেহেদী আরবি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে নগরের বিনোদপুর এলাকায় তাদের নিজস্ব ওয়েলফেয়ার ভবনে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে সমাবেশে এ কমিটি ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ। সমাবেশটি সঞ্চালনা করেন শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম।

ছাত্রত্ব শেষ হওয়া দুইজনকে দিয়ে কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে সদ্য সাবেক সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘বিধি অনুযায়ী নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে নেতা নির্বাচিত হওয়ার কথা। তবে তাদের দুজনেরই নিয়মিত স্নাতক-স্নাতকোত্তর শেষ হয়েছে। নতুন শিক্ষাবর্ষ আসলে তারা ভর্তি হবেন।’

নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল আগের কমিটিতে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর নবনির্বাচিত সেক্রেটারি আগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন। নতুন নেতারা শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।

নির্বাচনী প্রক্রিয়ার বিষয়ে ছাত্রশিবির জানায়, ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মুজাহিদ ফয়সালকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল শাখা সেক্রেটারি হিসেবে হাফেজ মেহেদী হাসানকে মনোনীত করেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি