পটুয়াখালীর দশমিনা উপজেলায় কৃষকদেরকে নিয়ে উপজেলাকে কৃষি বান্ধব হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কৃষকদের ৪ দিনব্যাপি প্রশিক্ষন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষন কেন্দ্রে ৭টি ইউনিয়নের ৬০জন কৃষক এই প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। কৃষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৪ দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ড.মোহাম্মদ আমানুল ইসলাম। প্রশিক্ষন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক(শস্য) মো.শাহাদাত হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো. হাছিন রাইয়ান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. দুলাল সিকদার. মো.রবি ফয়সাল প্রমুখ। ৪ দিনব্যাপী প্রশিক্ষনে কৃষকদেরকে আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে উন্নত ও মান সম্পন্ন ফসল উৎপাদনের বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ প্রশিক্ষনরত কৃষকদেরকে বিষমুক্ত ফসল উৎপাদন করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়।
অর্থ-বাণিজ্য: বিমান বাংলাদেশ ৭৮৫ কোটি টাকা নিট মুনাফার তথ্য জানালো
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরে ১ বিলিয়নের বেশি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
অর্থ-বাণিজ্য: ৭০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ৩৮১ কোটি টাকা
অর্থ-বাণিজ্য: বন্ডেড হাউজকে অনলাইনে ‘ইউপি’ নেয়া বাধ্যতামূলক হলো
অর্থ-বাণিজ্য: সঞ্চয়পত্রের মুনাফার হার আবার কমলো