তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে চলতি ইরি-বোরো মৌসুমের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করছে কৃষকেরা। চাষের সময় চারা সংকট দেখা দেয়ার আশঙ্কাও করছেন তারা।
শেরপুর উপজেলার খিকিন্দা গ্রামের কৃষক কামাল হোসেন জানান, চলতি মৌসুমে সাড়ে ৮ বিঘা জমিতে বোরো চাষের চিন্তা ছিলো কিন্তু চারা নষ্ট হয়ে যাওয়ায় সেটা আর সম্ভব হবেনা। একই এলাকার কৃষক গোলাম ফারুক জানান, প্রতিদিন সকালে বীজতলার স্প্রে করেও কোনও ফল পাওয়া যাচ্ছে না। চারার বৃদ্ধি বন্ধ হয়ে গেছে এবং হলুদ বর্ণ ধারণ করেছে। ইরি-বোরো আবাদ নিয়ে এবার চিন্তাগ্রস্তহয়ে পড়েছে। শৈত্যপ্রবাহে বীজতলা যেটুকু ক্ষতিগ্রস্থ হয়েছে তার চেয়ে আগত শৈত্যপ্রবাহ বেশি হওয়ার পূর্বাভাসে কপালে ভাজ পড়েছে উপজেলার কৃষকদের। কোল্ড ইনজুরি থেকে বাঁচাতে সন্ধ্যায় বীজতলা পানি দিয়ে পূর্ণ করে তা সকালে বের করে দেওয়ার পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস। এছাড়া সালফার জাতীয় ওষুধ স্প্রে করতেও পরামর্শ দেওয়া হয়েছে।
অর্থ-বাণিজ্য: বিমান বাংলাদেশ ৭৮৫ কোটি টাকা নিট মুনাফার তথ্য জানালো
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরে ১ বিলিয়নের বেশি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
অর্থ-বাণিজ্য: ৭০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ৩৮১ কোটি টাকা
অর্থ-বাণিজ্য: বন্ডেড হাউজকে অনলাইনে ‘ইউপি’ নেয়া বাধ্যতামূলক হলো
অর্থ-বাণিজ্য: সঞ্চয়পত্রের মুনাফার হার আবার কমলো