image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশার ২ যাত্রী নিহত

শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘি উপজেলার বগুড়া-সান্তাহার সড়কের বড়আখিড়া গ্রামের নিকট ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬ সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া গ্রামের তফসের আলীর ছেলে রফিকুল ইসলাম(৫০) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে রাসেল হোসেন(৩০) প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার মোকামতলা থেকে তিন যাত্রী সিএনজিচালিত অটোরিক্সা করে নওগাঁ অভিমুখে যাচ্ছিলেন। অটোরিকশাটি আদমদীঘি উপজেলার বড়আখিড়া গ্রামের নিকট পৌঁছেলে একটি বাস অটোরিকশাটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় রফিকুল ও রাসেল অটোরিক্সা থেকে সড়কের ওপর পড়ে গেলে একটি দ্রুতগামী ট্রাকের চাকায় তারা পিষ্ট হন এবং দুজনই ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে আদমদীঘি থানার ওনি আতাউর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্য (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি