নোয়াখালীতে প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় মাদক সেবনকারীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পৌনে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন, মো. সাদাত হোসেন, মোছাম্মৎ কাউছারী আক্তার ও এস এম জাহিদা আক্তার মৌসুমীর আদালতে মাদকসেবীদের এ কারাদন্ড দেয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে জেলার ব্যাটালিয়ান আনসার ক্যাম্প-সংলগ্ন, সোনাপুর কাঠপট্টি, বাস টার্মিনাল ও দত্তেরহাট এলাকায় এসব অভিযান চালানো হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়। দন্ডপ্রাপ্তরা হলেন নোয়াখালী পৌরসভার চন্দ্রপুর এলাকার মৃত কাঞ্চন আলীর ছেলে মো. বিল্লাল (৭০), একই এলাকার মৃত চৌধুরী মিয়ার ছেলে আব্দুল মান্নান (৫০), নোয়াখালী পৌরসভার দত্তেরহাট এলাকার মৃত মালেকের ছেলে মো. ইকবাল(৩৩), লক্ষীনারায়ণপুর এলাকার মো. দুলালের ছেলে মো. রকি (২০), সেনবাগের কাবিলপুর ইউনিয়নের শেয়ার বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে মো. শাহনাজ (৪১) সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের মনির আহমদের ছেলে নুর নবী (৩০)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে জেলার মাইজদী আনসার ব্যাটালিয়ান ক্যাম্প-সংলগ্ন, সোনাপুর কাঠপট্টি, বাস টার্মিনাল ও দত্তেরহাট এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়। বিভিন্নস্থানে অভিযানে ঘটনাস্থল থেকে প্রকাশ্যে মাদক সেবনের সময় ৬ জনকে আটক করা হয়। একই সঙ্গে পৌনে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও নগদ অর্থদন্ড প্রদান করা হয়। সাজা দেয়ার পর তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।
অপরাধ ও দুর্নীতি: রেমা-কালেঙ্গায় গোলাগুলির মামলার আসামিদের প্রকাশ্যে বিচরণ
সারাদেশ: বাগেরহাটে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু