টাঙ্গাইলের মধুপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা মোনাজাত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মধুপুর আজাদ সমর্থক গোষ্ঠী এর কার্যালয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের কামনার জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করেন টাঙ্গাইল-১ (মধুপুর -ধনবাড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ সমর্থক কর্মীরা।
টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কল্লোর সিনেমা হল সংলগ্ন তাদের কার্যালয়ে এ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতে তার আত্মার মাগফেরাত কামনা করে এবং তার শোকসমপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাদুল ইসলাম আজাদ এর বড় ভাই আশরাফুল ইসলাম মাসুদ।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল জলীল হু আরো উপস্থিত ছিলেন আজাদ নির্বাচনীয় কমিটি আহ্বায়ক আবুল কালাম আজাদ, কর্নেল আজাদ নির্বাচনী সমর্থক হাফিজুর রহমান মেম্বার ও আনিসুর রহমানসহ মধুপুর উপজেলা ও পৌর শহরে বিভিন্ন পর্যায়ের জনসাধারণ, আজাদ সমর্থকরা উপস্তিত ছিলেন।
অপরাধ ও দুর্নীতি: রেমা-কালেঙ্গায় গোলাগুলির মামলার আসামিদের প্রকাশ্যে বিচরণ
সারাদেশ: বাগেরহাটে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু