সিলেটের ৬টি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরমধ্যে দুটি আসনের প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তারা হলেন: সিলেট-১ আসনের প্রার্থী এহতেশামুল হক ও সিলেট-৪ আসনের প্রার্থী রাশেল উল আলম। শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬ যাচাই-বাছাইকালে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম তাদের মনোয়নপত্র স্থগিত করেন।
জেলা প্রশাসক জানান, এহতেশাম ও রাশেল দ্বৈত নাগরিক ছিলেন। তারা অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এ-সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে রোববার এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকা এহেতেশামুল হকের হলফনামা থেকে জানা গেছে, সিলেট-১ আসনে এনসিপির প্রার্থী এহতেশামুল হক ছিলেন দ্বৈত নাগরিক। চলতি বছরের ২২ অক্টোবর তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
সিলেট-৪ আসনে এনসিপির প্রার্থী মো. রাশেল উল আলম পেশায় আইটি ডেভেলপার। তিনিও একসময় যুক্তরাষ্ট্রে সপরিবারে বসবাস করতেন।
তিনিও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এহতেশাম ও রাশেল দুজনের স্ত্রীই যথাক্রমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাস করেন।
অপরদিকে, সিলেট-৩ আসনে এনসিপির প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ পড়াশোনার জন্য দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন। তবে তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।