image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সিলেটে এনসিপির এহতেশাম ও রাশেলের মনোনয়পত্র স্থগিত

শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

সিলেটের ৬টি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরমধ্যে দুটি আসনের প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তারা হলেন: সিলেট-১ আসনের প্রার্থী এহতেশামুল হক ও সিলেট-৪ আসনের প্রার্থী রাশেল উল আলম। শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬ যাচাই-বাছাইকালে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম তাদের মনোয়নপত্র স্থগিত করেন।

জেলা প্রশাসক জানান, এহতেশাম ও রাশেল দ্বৈত নাগরিক ছিলেন। তারা অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এ-সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে রোববার এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকা এহেতেশামুল হকের হলফনামা থেকে জানা গেছে, সিলেট-১ আসনে এনসিপির প্রার্থী এহতেশামুল হক ছিলেন দ্বৈত নাগরিক। চলতি বছরের ২২ অক্টোবর তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

সিলেট-৪ আসনে এনসিপির প্রার্থী মো. রাশেল উল আলম পেশায় আইটি ডেভেলপার। তিনিও একসময় যুক্তরাষ্ট্রে সপরিবারে বসবাস করতেন।

তিনিও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এহতেশাম ও রাশেল দুজনের স্ত্রীই যথাক্রমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

অপরদিকে, সিলেট-৩ আসনে এনসিপির প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ পড়াশোনার জন্য দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন। তবে তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি