image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নোয়াখালী -৬, হাতিয়া আসনে বাবা ও ছেলের লড়াই। বাবার চেয়ে ছেলের সম্পদ ১৮ গুন বেশি।

শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, নোয়াখালী

অবসর প্রাপ্ত শিক্ষক বাবার চেয়ে ১৮ গুন সম্পদ বেশি ছেলে এনপিপির প্রার্থী হান্নান মাসুদের। বাবা সুপ্রিম পার্টির প্রার্থী আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক।  রিটানিং অফিসারের কাছে দাখিল করা হলফনামায় উল্লেখ করেছেন  তার কাছে টাকা রয়েছে ১ লাখ ৯৩ হাজার টাকা আর ছেলে এনসিপি প্রাথী হান্নান মাসুদের কাছে রয়েছে ৩৫ লাখ টাকা। যা হিসেব করলে হান্নান মাসুদের কাছে রয়েছে বাবার চেয়ে ১৮ গুন বেশী টাকা।

হলফ নামায় হান্নান মাসুদ নিজেকে ব্যাবসায়ী পরিচয় দিয়েছেন। তিনি নিজেকে আলিম পাশ উল্লেখ করে ঢাকায় ডিজেল্যান্ট গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠানের মালিক উল্লেখ করেন। তার আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭০ হাজার টাকা।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১ হাজার ৫৫ টাকা মাএ। এ ছাড়া বন্ড, ঋণপএ, খাতে ১ লাখ টাকা,স্বর্ণ ৮ লাখ টাকা,আসবাবপত্র ১ লাখ টাকার। অন্য দিকে পিতা আমিরুল ইসলাম আবদুল মালেকের ইলেকট্রনিক মূল্য ২৫ হাজার টাকা,আসবাবপত্র ৭৫ হাজার টাকা। হলফনামায় হান্নান মাসুদের বয়স ২৫ বছর এবং তার পিতা সুপ্রিম পার্টির আবদুল মালেকের বয়স ৬৫ বছর।হলফনামা অনুযায়ী বাবা ও ছেলে দুজনই বসবাস করেন হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের উওর সাগরিকা গ্রামে।বাড়িতে ঘরে ভেঙে এখন পাকা করা হচ্ছে। বাড়ির সামনে ও পেছনে রয়েছে দুটো ছোট আকারের পুকুর।

সম্প্রতি