‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী, কিশোরগঞ্জে কটিয়াদী ও জামালপুরের মাদারগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গত শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানীর সভাপতিত্বে ও ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রোস্তম আলীর সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা নির্বাচন অফিসার জহিরুল হক। এ সময় ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম খলিল, ঝিনাইগাতী এতিমখানার শিক্ষক আব্বাস আলী, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সুবেলসহ সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী ও এতিম শিক্ষার্থীসহ অন্যান্য কর্মচারীরা। এ ছাড়া ওই দপ্তরের বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ) জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ৩ জানুয়ারি শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়েরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম ভূঞা, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি মো. ইলিয়াছ আলী, যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, কটিয়াদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, পাড়া মণ্ডলভোগ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর) জানান, জামালপুরের মাদারগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে আত্ম অনুসন্ধান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়’ এই প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ও আত্ম অনুসন্ধান শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার, (০৩ জানুয়ারী ২০২৬) শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০১২ সালে ৪ জুন সমাজসেবা দিবস হিসেবে পালিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, মাদারগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, এনজিও প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় সমাজসেবা অফিসের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, প্রতিবন্ধী নারী ও পুরুষ প্রতিবন্ধী এবং সুধীজন উপস্থিত ছিলেন।