ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের মাইলাইল গ্রামের শহীদ জিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এর কার্যক্রম ১৭ বছর পর কিছু প্রবাসীদের উদ্যোগে বিদ্যালয়টি কার্যক্রম ফের নতুন করে শুরু হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতার আসার পর নামটির কারণেই ৮ বছর শিক্ষা কার্যক্রম চলার পর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়। বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ ও রজনীগন্ধা ফুল দিয়ে নতুন বছরে শুভেচ্ছা জানানোর মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।
জানা যায়, স্থানীয় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে মো. মিল্টন নামে এক শিক্ষানুরাগী এলাকার মুরুব্বিদের নিয়ে ১৯৯৯ সালে মাইলাল গ্রামে শহীদ জিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলেন। এ বিদ্যালয়ের শিক্ষার মান, প্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি সবই ভালো ছিল। স্থানীয়দের দাবি, শুধু নামটির কারণেই ৮ বছর শিক্ষা কার্যক্রম চলার পর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়। বর্তমানে এলাকার কিছু শিক্ষানুরাগী ও প্রবাসী মিলে সার্বিক সহযোগিতা করে ফের বিদ্যালয়টির কার্যক্রম শুরু করা হয়।
স্থানীয়রা জানান, মাইলাইল থেকে আগলার দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় মাইলাইলের কোমলমতি শিশুদের কাদামাটির রাস্তা মাড়িয়ে আগলা স্কুলে যেতে নানা সমস্যায় পড়তে হয়। বিশেষ করে বর্ষার দিনে বৃষ্টিতে ভোগান্তি বেড়ে যায় বহুগুণ।
সৌদি আরব প্রবাসী মো. শরিফুল জামান বলেন, আমরা প্রবাসীরা মিলে এবং এলাকাবাসীদের সহযোগিতায় ফের স্কুলটি কার্যক্রম চালু করতে পেরে আনন্দিত।
২০২৫ সালে নতুন কমিটির সভাপতি মোক্তারুজ্জামান মিল্টন, কুয়েত প্রবাসী সহ-সভাপতি আলমগীর কবীর, ইয়াসিন আহমেদ, প্রধান উপদেষ্টা সেলিম, ইব্রাহিম, ফারুক হোসেন, ক্যাশিয়ার আকবর আলী, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল জামান রিংকুসহ সবার সার্বিক সহযোগিতায় পহেলা জানুয়ারি বই বিতরণ ও ছাত্র-ছাত্রীদের মাঝে রজনীগন্ধা ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানানোর মাধ্যমে কার্যক্রমকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।
নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ বলেন, বিদ্যালয়টি ফের চালু করার ব্যাপারে স্থানীয়দের জোর দাবি ছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ফের শিক্ষা কার্যক্রম চালু করতে আমাদের শতভাগ সহযোগিতা ছিল।
অপরাধ ও দুর্নীতি: রেমা-কালেঙ্গায় গোলাগুলির মামলার আসামিদের প্রকাশ্যে বিচরণ
সারাদেশ: বাগেরহাটে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু