image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের যাত্রীবাহী বাস-পিকআপ সংঘর্ষে আহত ১০

শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস-পিকআপ ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ গাড়ি ৩টিকে সড়ক থেকে উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় আসলে ঘন কুয়াশার কারণে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে একটি পিকআপ এসে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসে থাকা কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ঘনকুয়াশার কারণে একটি বাস, কাভার্ড ভ্যান ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছে।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। সড়ক থেকে গাড়ি ৩টি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। গাড়িগুলোকে থানায় নিয়ে আসা হয়েছে।

সম্প্রতি