ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও দুই নারী আটক হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০২৫ রাত সাড়ে ১০টার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭০/৭-এস সংলগ্ন একটি মেহগনি বাগান থেকে ৭৫ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট ও ২২ বোতল উইন সেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া ১ জানুয়ারি ২০২৬ ভোরে খোসালপুর বিওপির এলাকায় পৃথক অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন সকালে নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।