image
ছবিঃ সংগৃহীত

বাগেরহাটে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

বাগেরহাট সদর উপজেলার উৎকুল গ্রামে আগুনে পুড়ে হাওয়া বিবি (৮৮) নামের একজন দরিদ্র বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ভারপ্রাপ্ত শেখ মামুনুর রশিদ পিএফএম জানান সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রামের মৃত জোনাব আলীর মেয়ে হাওয়া বিবি হত দরিদ্র হওয়ায় ভিক্ষাবৃত্তি করে জীবন পার করছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে ঘরের মশার কয়েল জ্বালিয়ে কম্বল গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে কম্বলে আগুন লেগে সে সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণসহ বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করে। বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাসুম খান বলেন, বৃদ্ধা একাই তার ছোট ঘরে বসবাস করতেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা মশার কয়েল থেকে আগুন লেগে এ ঘটনা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» দশমিনায় মসলা চাষে বদলে গেছে গ্রামের নাম

» আত্রাইয়ে ছাত্রলীগের দুই নেতা গ্রেপÍার

সম্প্রতি