হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাখি এলাকায় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। কারাদ-ের আদেশপ্রাপ্ত ফরিদ মিয়া (৪৫) উপজেলার একডালা গ্রামের বাসিন্দা এবং পেশায় ট্রাক্টরচালক। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে বালু বহনে ব্যবহৃত একটি ট্রাক্টরও আটক করা হয়। ইউএনও মো. জিয়াউর রহমান জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযুক্ত ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আটক ট্রাক্টরটি উপজেলা পরিষদ মাঠে রাখা হয়েছে। তিনি বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।